মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সাবেক বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী, চট্টগ্রাম জেলার বাঁশখালী থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী আর নেই। মঙ্গলবার ৮ নভেম্বর তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান এ তথ্য জানিয়েছেন।

সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার ৯ নভেম্বর সকাল ১০ টায় জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে, দ্বিতীয় নামাজে জানাজা বাঁশখালী জলদী হাইস্কুল মাঠে একইদিন দুপুর ২টায় এবং তৃতীয় নামাজে জানাজা একইদিন বিকেল ৩টায় বাঁশখালী গুনাগরি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তৃতীয় নামাজে জানাজা শেষে বাঁশখালী নিজ পারিবারিক কবরস্থানে জাফরুল ইসলাম চৌধুরীকে দাফন করা হবে বলে বিএনপি নেতা আবু সুফিয়ান জানিয়েছেন।