প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সদরের চৌফলদণ্ডী খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন, তরুণ আলেমেদ্বীন মাওলানা ইরফানুল হকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানবন্ধন করেছে কক্সবাজার ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ।
মঙ্গলবার ( ৮ নভেম্বর) বেলা ১১ টায় কক্সবাজার জেলা পরিষদ কার্যালয় (কোট বিল্ডিং) চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
খতীব, লেখক ও সাংবাদিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, হাফেজ ওমর ফারুক।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সন্ত্রাসী হামলায় আহত মুয়াজ্জিন মাওলানা ইরফানের পিতা মাওলানা বজলুল করীম, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণ পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য মাওলানা সাইফুল ইসলাম সাইফী, চৌফলদণ্ডী ইত্তেহাদুল উম্মাহর সাধারণ সম্পাদক মাওলানা জামাল হোসাইন ছিদ্দিকী,
ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সদস্য মাওলানা হাফেজ মারওয়ান, মাওলানা নুরুল আমিন, চৌফলদণ্ডী আল-আমানাহ’র সভাপতি আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নাচ-গানসহ বেহায়াপনামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় চৌফলদণ্ডী খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ ইরফানুল হকের ওপর চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ হোছাইন গং কর্তৃক বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এতে করে শারিরীকভাবে রক্তাক্ত জখম হয়ে তাঁর কিডনি ও প্রশ্রাবের রাস্তাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অশ্লীলতা-বেহায়পনাসহ বখাটেপনার প্রতিবাদ করায় একজন শান্তশিষ্ট, নিরীহ মুয়াজ্জিনের ওপর এমন চরম বর্বরতা ও অমানবিকতা বিবেকবান, মানবিক চেতনার মানুষদের ভাবিয়ে তুলেছে।
বক্তারা অনতিবিলম্বে এ বর্বরোচিত হামলায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় জেলার সকল ইমাম, মুয়াজ্জিন, খতীবসহ ওলামায়েকেরাম ও শান্তিকামী জনতাকে সাথে আরও দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।