মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার ল’ইয়ার্স ফুটবল ক্লাবের সাথে চট্টগ্রাম ল’ইয়ার্স ফুটবল ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ শুক্রবার ১১ নভেম্বর বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী পরিষদের উদ্যোগে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়েছে। খোলায় আইনজীবী, শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন (সোহেল), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এবং আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির অনুরোধ জানিয়েছেন।