স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ডামাঢোল বেজে উঠেছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে বিভিন্ন ভবিষ্যদ্বাণী উসকে দিচ্ছে বিশ্বকাপের উত্তাপ। সেই উত্তাপে ঘি ঢালল আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। তাদের ভবিষ্যদ্বাণী বলছে—আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
শুধু তাই নয় তারা বলছে—গোল্ডেন বুট ও বল জিতবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। খবর সংবাদমাধ্যম মার্কার।
ইএ স্পোর্টস ভবিষ্যদ্বাণীতে বলেছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এবং ইংল্যান্ডসহ কয়েকটি দেশ দারুণ প্রতিযোগিতা করবে। তাদের মতে, কাতার বিশ্বকাপ-২০২২ এর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাস্পিয়ন ব্রাজিল। সেখানে ১-০ গোলে জয় পাবে লিওনেল মেসির দল।
সেমিফাইনালে ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল দেখছে তারা। এর মধ্যে সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে যাবে আর্জেন্টিনা। অন্যদিকে পর্তুগালকে পেনাল্টিতে হারিয়ে ফাইনাল খেলবে ব্রাজিল। সাত ম্যাচ খেলে লিওনেল মেসি ৮ গোল করবেন এবং জিতবেন আসর সেরার পুরস্কার। একই ম্যাচ খেলে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করবেন ৭ গোল এবং ৫ ম্যাচে ৬ গোল করবেন ডাচ ফুটবলার মেমফিস ডিপাই।
এর আগে ২০১০ সালে ভবিষ্যদ্বাণীতে ইএ স্পোর্টস বলেছিল, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হবে। শুধু তাই নয়, ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানি এবং ২০১৮ সালে রাশিয়াতে ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার অনুমানও তারা করেছিল। সে অনুমান হুবহু মিলে যাওয়াতে অনেকে অবাক হয়েছিলেন। এবার দেখা যাক, কাতার বিশ্বকাপ নিয়ে ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী কতটুকু সত্য হয়। যদি সত্যিই হয়েই যায়, তাহলে আর্জেন্টাইন ভক্তদের বহু আরাধ্যের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে। একই সঙ্গে হেক্সা জয়ের স্বপ্নভঙ্গ হবে ব্রাজিলের।
ভিডিও গেমিং প্রতিষ্ঠান ইএ স্পোর্টস ফিফার সবশেষ গেমিং সংস্করণ ফিফা-২৩ ব্যবহার করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম মার্কা।