এম.এ আজিজ রাসেল :

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা নুরুল আবছার চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, কউক সচিব আবু জাফর রাশেদ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত ও মুক্তিযোদ্ধা মাসুদ কুতুবী।

সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্ত সমূহ হলো- সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, সুর্যোদয়ের সাথে সাথে প্রতিটি উপজেলায় ৩১ বার তোপধ্বনি, পুষ্পমাল্য অর্পণ, বধ্যভূমিতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান, শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতার স্বপ্নের সোনার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম, মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।