ইমাম খাইর, সিবিএনঃ 
বিশ্ব এন্টিবায়টিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির যৌথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট বাবু রোমেল মল্লিক।
বিশ্ব এন্টিবায়টিক সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
যার মধ্যে রয়েছে, র ্যালী, সেমিনার ও আলোচনা সভা।
জেলার অধীন বিভিন্ন উপজেলাতেও মতবিনিময় সভা করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
বিসিডিএসের পানবাজারস্থ জেলা কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আরিফ উল মওলা।
সিনিয়র সহসভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।