সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌর শহরের জনগোষ্ঠীর সুপেয় ও নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় সম্পর্কে ওয়াশ বেসলাইন কর্মসূচীর সমীক্ষা প্রতিবেদন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে স্থানীয় একটি তারকামানের হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা-ইউনিসেফ এবং দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে)-এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, ডিএসকে এর নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, ইউনিসেফ প্রতিনিধি বিষ্ণু পোখরেল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন ডিএসকে কক্সবাজার এর ব্যবস্থাপক শরিফ উল্লাহ ভুঁইয়া।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।