মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু:
রামু উপজেলায় ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম চলছে।

টিকা প্রদান কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া,টিকাদান কর্মসূচিতে সুপারভিশন করেন রামু ফতেখাঁরকুল ইউনিয়নেরর সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া, স্বাস্থ্য কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন শাকিলা বেগম, সহযোগী হিসেবে ছিলেন ইব্রাহিম খলিল, সংগীতা বড়ুয়া, হ‍্যাপি বড়ুয়া।

স্বাস্থ্য বিভাগের একটি টিম ১৫ নভেম্বর সকালে রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী, হিফজখানা ও এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান টিকা প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।
অভিভাবক নজরুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সিনিয়র শিক্ষক মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মাষ্টার এরশাদুল হক প্রমুখ।

ডাঃ নোবেল কুমার বড়ুয়া বলেন, দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে তাদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োটেকের টিকা। প্রথম ডোজ নেওয়ার আট সপ্তাহ পর নিতে হবে দ্বিতীয় ডোজ।

তিনি আরও জানান রামু উপজেলায় টার্গেট করা হয়েছে ৫০ হাজার শিশু তার মধ্যে ৪০ হাজারের মত প্রথম ডোজ দেওয়া হয়। আমাদের টিকাদান কর্মসূচি চলমান থাকবে।