সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী বলেন, ইসলামি সমাজ ব্যবস্থা কায়েম তথা একটি ইসলামী বিপ্লবের জন্য সবচেয়ে বেশি শ্রমজীবীদের সহযোগিতা প্রয়োজন।
ইসলামি সমাজ ব্যবস্থা কায়েম হলেই সবচেয়ে বেশি লাভবান হবে শ্রমিক জনতা।
মঙ্গলবার উপজেলা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী এসব কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের শ্রমিক সংগঠনের নেতারা দেশ পরিচালনার নজির থাকলেও দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে শ্রমিকরাই সবচেয়ে বেশি নির্যাতিত। তার একমাত্র কারণ ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন নেই।
যখন রাসুলুল্লাহ (সাঃ) এর আদর্শ তথা ইসলামি সমাজ ব্যবস্থা কায়েম ছিল, তখন ভাত,কাপড়, বাসস্থান, চিকিৎসাসহ মৌলিক অধিকারের কোন কমতি ছিলনা।
আসুন, দলমত নির্বিশেষে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে আরো বেগবান করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পতাকাতলে সমবেত হই।
জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক।
উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি ও পরিবহন অঞ্চল সভাপতি নুরুল ইসলাম, জেলা সহ-সভাপতি ও শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সদর উপজেলা সভাপতি মোস্তাক আহমেদ, পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, শহর সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, নির্মান সেক্টর জেলা সভাপতি মুহাম্মদ আলী, রামু উপজেলা সভাপতি মোক্তার আহমেদ, টেকনাফ উপজেলা সভাপতি কলিম উল্লাহ বাহারি, কুতুবদিয়া উপজেলা সহ-সভাপতি এডভোকেট সেলিম উদ্দিন, মহেশখালী উত্তর উপজেলা সভাপতি আনসারুল্লাহ, মহেশখালী দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আবদুল হক হক্কানি, ঈদগাহ উপজেলা সভাপতি কামাল উদ্দিন পাশা, চকরিয়া দক্ষিণ সহ-সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম, উখিয়ার সাধারন সম্পাদক আমান উল্লাহ।