মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোমেন শর্মা (১৭৭১০) কে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৫ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রোমেন শর্মাকে এ নিয়োগ দেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ির নতুন পদায়ন হওয়া ইউএনও রোমেন শর্মা চট্টগ্রাম জেলার বাসিন্দা।
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ির বিদায়ী ইউএনও সালমা ফেরদৌস (১৭১৯৯) কে গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।