প্রেস বিজ্ঞপ্তি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিকাল ৩ টায় জেলা বিএনপি কার্যালয়ে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল, এতিমদের খাবার, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, সঞ্চালনায় সদস্য সচিব মোঃ সরওয়ার রোমন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-দেশের সকল জনগণ পরিবর্তনের লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। জনগণের প্রত্যাশা একটি ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন, সর্বোপরি ফ্যাসিবাদ এবং দুশাসন মুক্ত বাংলাদেশ। জনগণ তারেক রহমানের নেতৃত্ব মেনে তার হাতে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তুলে দেবে বলে মন্তব্য করেন বিএনপির এ কেন্দ্রিয় নেতা।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট কাইয়ুম, জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মসউদুর রহমান মাসুদ, পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক-রাশেদুল হক রাশেদ, আবদুর রহিম, আনচার, আনছারুল হক, আকতার নুর, মোহাম্মদ আবদুল্লাহ আয়ান, কাউসার হাবিব তৌকি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান সিকদার, সদস্য সচিব ওমর ফারুক, সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাবুদ্দিন, সদস্য সচিব ফজলুল হক, সদস্য যথাক্রমে-আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, সেলিমুর রহমান জামশেদ প্রমুখ। দোয়া মাহফিলে শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সভাপতি এস.এম. জিলানীর পিতা আবদুর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।