শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী আল-আমিন মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

রবিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

দূর্ঘটনার পর থেকে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। তাদের জন্য ত্রান নিয়ে বেলা ১১টায় সেখানে যান ফরিদুল ইসলাম চৌধুরী ।

তিনি বলেন, আপনাদের আশ্বস্ত করছি আমরা এই ক্ষতিগ্রস্থ এলাকায় যতদিন সাহায্যের দরকার করবো, ত্রানের দরকার দেবো।
পুনর্বাসনের জন্য আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে।’ আপনারা যারা ঘরবাড়ি সহায়-সম্বল হারিয়েছে, তারা এখন কথা শুনতে চায় না, ভাষন শুনতে চায় না। তারা সাহায্য চায়, পুনর্বাসন চায়। তারা বাঁচার মতো বাঁচতে চায়। আমরা সেই ব্যবস্থা করবো।’

এসময় সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মো তাহের, সহ-সভাপতি আসাদুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু জাফর ছিদ্দিকী,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।