শাহা আলম সভাপতি ও খোকন বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:

সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করে তুলতে বান্দরবান জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন’২২ ঝাঁকঝমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ভোধন করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন। রবিবার দিনগত রাতে রুপসীপাড়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মোস্তফা জামাল। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কেলু মং মার্মা ও যুগ্ন আহবায়ক ওমর ফারুক, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ও লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ। শেষে ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সদস্য ও উপস্থিত নেতাকর্মীদের সর্ব সম্মতিক্রমে মো. শাহা আলম মেম্বারকে সভাপতি ও খোকন বড়–য়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিিিটর অন্য পদে নির্বাচিতরা হলেন-আব্দুল কাইয়ুম, এনামুল আলম রাসেল ও রাসেল বড়–য়া সহ-সভাপতি, আইয়ুব আলী রানা, আব্দুস শুক্কুর ও ওসমান গণি যুগ্ন সাধারণ সম্পাদক, মংসুইচিং মার্মা, ইমাম হোসেন ও সৌরভ বড়–য়া সাংগঠনিক সম্পাদক, আইরুল ইসলাম শাহিন প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জাবের উদ্দিন জুয়েল দপ্তর সম্পাদক। পরে উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ গঠিত নতুন কমিটির অনুমোদন দেন। কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির বরাবরে প্রেরণের শর্তে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।