জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে:

বিএনপি’র কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে কতিপয় পুলিশ সদস্যের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মারুফ এলাহী রনির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, গতকাল ২০ নভেম্বর (২০২২) রবিবার রাত দশটার দিকে ছাত্রদল নেতা মারুফ এলাহী রনি এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি দোয়েল চত্বর থেকে টিএসসি‌ হয়ে শাহবাগ যাওয়ার সময় রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের ধাওয়ায় পন্ড হয়ে যায়। এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আশিক রহমান, শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান , ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আর রিয়াদ, নুরে আলম ভূঁইয়া ইমন, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ উল্লাহ নিরব, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সভাপতি তারেক হাসান মামুন, হল শাখা ছাত্রদল নেতা উবাইদুল্লাহ রিদওয়ান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ সভাপতি আলমগীর হোসেন আলম, যুগ্ম সম্পাদক তানভীর আযাদী, কবি জসিমউদদীন হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি
আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিম, মুহসীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, জহুরুল হক হলের যুগ্ম সম্পাদক ইকরাম খান, মোহাম্মদ সাইফুল্লাহ, শোয়াইব ওমি, সূর্য সেন হল ছাত্রদলের নেতা মিনারুল ইসলাম রাহাত, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন ইমু, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সহ-সাধারন সম্পাদক অসীম, সহ দপ্তর সম্পাদক দেওয়ান ফজলে মোঃ নিয়ন, ঢাকা কলেজের দক্ষিণায়ন হলের সাধারন সম্পাদক শাওন খন্দকার, ইলিয়াস হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাদিম খান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু বকরসহ ইমরান, পারভেজ, রাহাত, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোতালেব, নাঈম, সুমন প্রমুখ।।