হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি:
কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা’র দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক নিয়ে সামনে দাখিল বোর্ড পরীক্ষা প্রস্তুতি সম্পর্কিত মৌলিক দিক নির্দেশনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ ই নভেম্বর সোমবার, বিকালে মাদ্রাসা মিলনায়তনে অভিভাবকদের সাথে মতবিনিময়কালে বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও করোনাকালীন সময়ে শিক্ষায় পিছিয়ে থাকা দাখিল পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন ভারপ্রাপ্ত সুপার রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন, কুতুবজোম জামেউস সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা’র পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন, সদস্য ফরিদ আহমদ চৌধুরী, মাওলানা ফয়জুল হক, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছৈয়দ আকবর, নুরুল আমিন, এসময় আরো উপস্থিত ছিলেন..অভিভাবক প্রতিনিধি আব্দুল কাদের, আবু তাহের, শফিউল আলম, সাংবাদিক বদরুন্নেছা সুখি (হ্যাপী করিম), মুরর্শিদা আক্তার, শিক্ষক নুর মোহাম্মদ’সহ আগামী ২০২৩ সালে ৬০ জন দাখিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ২০২৩-এর দাখিল শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক মুল্যায়নে ক্লাস পরীক্ষায় বাধ্যতামূলক অংশগ্রহণ ও পড়া লেখা প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।