মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন টানা ৮ম বারের মতো বান্দরবান জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়ে নাইক্ষ্যংছড়িতে সম্মাননা স্মারক পদকে ভূষিত হলেন। গত ১ নভেম্বর দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস অভিনন্দন জানিয়ে থানার চৌকস এ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।