জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে লিমন কুমার রায় নামে এক ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। নিহত লিমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ সেশনের ছাত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার (২৩ নভেম্বর ,২০২২ ) সকাল দশটায় জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনের তৃতীয় তলার উপর থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই শব্দ শুনে আশেপাশে থাকা লোকজন মুমূর্ষু অবস্থায় লিমন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দায়িত্বরত চিকিৎসক সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মৃত্যুবরণকারী শিক্ষার্থী লিমন কুমার রায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৪০২১ নম্বর কক্ষে থাকতেন তিনি। তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দোলাপাড়ায়।
জানা যায়, লিমন বিভাগের পরীক্ষার জন্য বেশকিছু দিন ধরে মানসিক চাপে ছিলেন। এজন্য আত্মহত্যা করে থাকতে পারেন। এছাড়া পারিবারিক বা অন্যান্য কারণেও মানসিক যন্ত্রণায় থাকার কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন অনেকে।
এ ব্যাপারে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা জানান, “ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত ডাক্তার লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা ময়না তদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু শাহবাগ থানা পুলিশ বলছে লাশের ময়নাতদন্ত শেষে লাশ পাওয়া যাবে। তাই আমরা ময়নাতদন্ত সম্পন্ন হলেই লাশ নিয়ে যাব।
হলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমি জানি না। তবে ময়নাতদন্ত শেষে কারণ জানা যাবে।
লিমনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে দেখা গেছে তার হল এবং বিভাগের সহপাঠীদের।