কুতুবদিয়া সংবাদদাতা:

উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বিদ্যুৎ লাইন সঞ্চালনের নামে গাছ কাটা বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখা।

মঙ্গলবার (৬-ডিসেম্বর) দুপুরে কুতুবদিয়া মহিলা কলেজ সংলগ্ন গাছ কাটা স্থানে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে পরিবেশ রক্ষামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার সভাপতি এম. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার আমিনুল হক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য শাহেদুল মনির, হাছান মাহমুদ সুজন, মোঃ ইমতিয়াজ, হাফেজ আব্দুল মালেক, মোঃ সোহেল, মোঃ দাউদ, মোঃ পারভেজ, মোঃ শাখাওয়াত, মোঃ মামুন, মোঃ সাদ্দাম ও নুরুল আলম প্রমুখ।

মানববন্ধনে অপরিকল্পিতভাবে গাছ কাটার বিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন তারা। দীর্ঘদিনের অন্ধকারাচ্ছন্ন দ্বীপ কুতুবদিয়ায় শতভাগ বিদ্যুতায়ন হোক। তবে পরিবেশ ধ্বংস না করে পরিবেশ -প্রতিবেশ ও জীববৈচিত্র্য’র অস্তিত্ব রক্ষার জোর দাবী সকলের।

এসময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমগ্র কুতুবদিয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুতের নতুন লাইন সঞ্চালনের জন্য উপজেলার বিভিন্ন জায়গায় আজম সড়কের দু’পাশে অবস্থানরত প্রায় ১ হাজারের অধিক গাছ সম্পূর্ণ গোড়া থেকে কেটে ফেলবে বন বিভাগ।

এতে উপকূল রক্ষায় নানা ঝুঁকিসহ প্রকৃতিতে মহা বিপর্যয় নেমে আসবে-এমন আশঙ্কা করেছেন পরিবেশবাদীরা।