এম.এ আজিজ রাসেল:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছেন। তিনি এসে ইনানীতে নৌ মহড়ার উদ্বোধন করবেন। এরপর দুপুর ১ টায় আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় অংশ নিতে মঙ্গলবার থেকে শহরমুখী হয়েছে মানুষ। বুধবার সকাল ৯টা থেকে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন মানুষ। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, বাদ্য বাজনা, রং-বেরঙের টি-শার্ট ও টুপি নিয়ে জনসভায় যোগ দেয়। এসময় উৎসবের আবহ বিরাজ করে সর্বত্র। সকাল থেকে জনসভা মঞ্চে চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সবার অপেক্ষা প্রধানমন্ত্রী জন্য।

জানা গেছে, গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার কক্সবাজারে সাড়ে তিন লাখ কোটি টাকার ৭২টি প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্পগুলোর অধিকাংশই এখন শেষের পথে। আজ ৭ ডিসেম্বর কক্সবাজার সফরকালীন চলমান ৭২টি প্রকল্পের মধ্যে ২৮টি প্রকল্পের উদ্বোধন ও নতুন করে আরো ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার জেলা প্রশাসন প্রকল্প গুলো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই নিয়ে কক্সবাজাবাসী বেশ খুশি।

সম্পন্ন হওয়া ২৭ প্রকল্পে খরচ হয়েছে ১ হাজার ৩৮৩ কোটি টাকা এবং ভিত্তিপ্রস্তর হতে যাওয়া চার প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৭২ কোটি টাকা।