প্রেস বিজ্ঞপ্তি:
১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সকল বিদ্রোহী প্রার্থী দলীয় ভাবে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে যাচ্ছেন এবং যে সকল নেতা বিদ্রোহী প্রার্থীদের সহযোগীতা করছেন তাদের ৪ নভেম্বর ২০২১ইং দুপুর ১২.০০ টার মধ্যে নির্বাচন থেকে সরে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা আওয়ামী লীগ ইতিপূর্বেও বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহবান জানিয়ে ছিলেন। কিন্তু বেশ কিছু ইউনিয়নে জেলা আওয়ামী লীগের নির্দেশনা উপেক্ষা করে যারা এখনো বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করে যাচ্ছেন এবং যে সমস্ত দলীয় নেতাকর্মী তাদের সহযোগিতা করছেন তারা ৪ঠা নভেম্বর ২০২১ইং দুপুর ১২.০০ টার মধ্যে দলীয় প্রার্থীদের পক্ষে অবস্থান না নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।