শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাও উপজেলা থেকে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শিক্ষার্থীকে খোঁজে না পেয়ে পিতা মাতা চরম উৎকণ্ঠায় রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শিক্ষার্থীর পিতা ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরী করেছে। ডায়েরী নং – ২৮৭ ।
জানা যায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনা এলাকার আবুল কাসেমের মেয়ে তাহিয়া ( ৮) ঈদগাঁও মেহের ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ৭ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে সে স্কুলে যাওয়ার পথে হারিয়ে যায়।
৮ ডিসেম্বর তার বার্ষিক পরীক্ষা ছিল।স্কুলসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর পাওয়া না যাওয়ায় ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরী করে। শিক্ষার্থীর পিতা আবুল কাসেম তার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন এবং চরম দঃশ্চিতায় রয়েছে বলে জানান। তার মেয়েকে উদ্ধার করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।