শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের দ্বীপে "হিলফুল ফুজুল কুতুবদিয়া" সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ ধূরুং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ কে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক সহ সকল সদস্য বৃন্দ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সংগঠনের সভাপতি সহ সদস্যরা ইউনিয়ন পরিষদে গিয়ে এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ে নবনির্বাচিত চেয়ারম্যানের হাতে সংগঠনের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন।
মতবিনিময় কালে আলাউদ্দিন আল আজাদ চেয়ারম্যান সংগঠনটির সফলতা ও নেতৃবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনে সহ-সভাপতি সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, কোষাাধ্যক্ষ (সমবায় সমিতি) তৌহিদুল ইসলাম ময়না, দপ্তর সম্পাদক মোঃ হারুন, সদস্য- ইসহাক, সোহাইল, কামরুল ইসলাম প্রমুখ।