মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি ২ দিনের সফরে শনিবার ৬ নভেম্বর কক্সবাজার আসছেন। জাতীয় পার্টি কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরোধীদলীয় উপনেতা জি.এম কাদের শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। একইদিন সকাল ১১ টায় চকরিয়ায় গ্রীণভ্যালী কমিউনিটি সেন্টারে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। শনিবার বিকেল সাড়ে ৩ টায় তিনি ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারী পার্ক পরিদর্শন করবেন। রোববার ৭ নভেম্বর বিকেল ৪ টা
১৫ মিনিটে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ২ দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে বিরোধীদলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ আবু তৈয়ব প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, নাজমা আক্তার এমপি সহ কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বিরোধীদলীয় উপনেতার সফরসঙ্গী হিসাবে থাকবেন।