মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
এমপি ঢাকা থেকে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তিনি সম্মেলনে স্বশরীরে উপস্থিত হতে পারছেন না।

বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভার্চুয়ালি অনলাইনে কানেক্টেড হয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য সম্মেলনস্থলে সব টেকনিক্যাল আয়োজন সম্পন্ন করা হয়েছে।

তবে সম্মেলনে আমন্ত্রিত দলের অন্যান্য নেতৃবৃন্দ সোমবার রাত ও মঙ্গলবার সকালেই কক্সবাজার পৌঁছাবেন বলে সুত্রটি নিশ্চিত করেছে।

সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন।

সাগরপাড়ের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভার জন্য নির্মিত মঞ্চেই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মাত্র ৬ দিনের ব্যাবধানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে কক্সবাজারে ২ টি বৃহৎ জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সুত্র মতে, সোমবার রাতেই চট্টগ্রাম থেকে সড়কপথে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি কক্সবাজার পৌঁছাবেন। এছাড়া, সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধান বক্তা হিসাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা হিসাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি হিসাবে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত থাকবেন।