মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের “DC Cox’s Bazar” নামীয় ফেসবুক আইডি-তে সোমবার ১২ ডিসেম্বর দেওয়া এক স্ট্যাটাসে তিনি কক্সবাজার জেলাবাসী থেকে এ সহযোগিতা কামনা করেন।
নিম্মে নতুন ডিসি মুহাম্মদ শাহীন ইমরান এর দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“সম্মানিত কক্সবাজারবাসী,
আসসালামু আলাইকুম।
আমি কক্সবাজার জেলায় জেলাপ্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। দায়িত্বপালনে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
বিনীত
মুহম্মদ শাহীন ইমরান
জেলা প্রশাসক, কক্সবাজার।”
অপরদিকে, কক্সবাজারের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ গত ১১ ডিসেম্বর নতুন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর কাছে দায়িত্ব হস্তান্তরের পর কক্সবাজার ত্যাগের প্রাক্কালে দায়িত্ব পালনে তাঁকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। বিদায়ী ডিসি মোঃ মামুনুর রশীদ তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে একটি স্ট্যাটাস দিয়ে কক্সবাজার জেলাবাসীকে এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, কক্সবাজারের ২৪ তম ডিসি মুহাম্মদ শাহীন ইমরান গত ১১ ডিসেম্বর অপরাহ্নে তাঁর দায়িত্ব গ্রহণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।