বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারে বনায়নের জন্য রোপণ করা তিন হাজার চারাগাছ কাটার অপরাধে ছয়জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রামু কোর্ট) আখতার জাবেদ কক্সবাজারের ইতিহাসে প্রথম ব্যতিক্রম এ রায় ঘোষণা করেন। আদালতের এপিপি অ্যাডভোকেট প্রতিভা দাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামুর গর্জনিয়া এলাকার মৃত মৌলভী মো. হাসেমের ছেলে আবু হান্নান (৩৭), আব্দুল খালেকের ছেলে কবির আহমদ (৪৫, মোহাম্মদ নবী (৫৫), তার ছেলে জসিম উদ্দিন (২০), মৃত মৌলভী আবুল হাসেমের ছেলে ভুট্টো (২২) ও আবুল মনছুর (২৭)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাহিনা আক্তার (২৬) নামের অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের জুনে (করোনাকালীন) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলার সহ-সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রামুর গর্জনিয়ার জুমছড়ি নিজ এলাকায় তার মায়ের নামে খতিয়ানভুক্ত জায়গায় সবুজ বনায়নের আশায় বিভিন্ন প্রজাতির গাছ লাগান। কিন্তু স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত আবু হান্নান, মো. নবী, কবির আহমদ, ভুট্টো, জসিম উদ্দিন, আবুল মনছুর, শাহিনা আক্তার মিলে প্রায় তিন হাজার রোপণ করা চারাগাছ কেটে ফেলেন। প্রতিবাদ করায় নেজামকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় একই বছরের ২৪ জুন রামু থানায় সাধারণ ডাযেরি (জিডি) করা হয়। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) রুহুল আমিন মুন্সি। আদালত এটি মামলা হিসেবে গ্রহণ করে।

সাক্ষ্য-প্রমাণে ঘটনার সত্যতা পাওয়া যায়। গত ৭ ডিসেম্বর যুক্তিতর্ক শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ রায়ের দিন ধার্য করেন। বুধবার এ রায় ঘোষণা করেন আদালত।