সংবাদ বিজ্ঞপ্তি :
সন্ধ্যার শোকাবহ মিলনায়তনে আলোর পথযাত্রীদের স্মরণ করলো সাংবাদিকেরা। স্মরণ করলো শহীদ বুদ্ধিজীবীদের। প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরনে আলোচনা সভায় কক্সবাজারের সন্তান সে সময় দৈনিক সংবাদের ঢাকা অফিসে কর্মরত সাংবাদিক শহীদ সাবেরকে স্মরণ করা হয়। এসময় ৭১'এ কক্সবাজরের শহীদ এই বুদ্ধিজীবী সাংবাদিক সাবেরের আত্মত্যাগ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে তাঁর স্মৃতি ও ইতিহাস সংরক্ষনের দাবী জানান বক্তারা।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতা আয়াছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, সাংবাদিক ইউনিয়নের সদস্য শফিউল আলম বক্তব্য রাখেন। সভায় প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতে ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।