মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহিষ চুরি মামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী প্রকাশ নব্ব্যা চোরাকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভা:) আবুল মনসুর সিদ্দিকী তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চেয়ারম্যান নবী হোসেনের বিরুদ্ধে মহেশখালী থানায় মহিষ চুরির পৃথক ২টি মামলা রয়েছে।

নবী হোসেনকে কারাগারে প্রেরণ করা মামলার এজাহার থেকে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ছিদ্দিক আহমদের পুত্র মোহাম্মদ নছিমের প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৮টি মহিষ কয়েক বছর পূর্বে তার চিংড়ী ঘের থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়া মহিষগুলো নবী হোসেনের কাছে রয়েছে জানার পর মালিকপক্ষ তার সাথে যোগাযোগ করলে নবী হোসেন মহিষ গুলো ফেরত দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকে। এরমধ্যে নবী হোসেন চুরি করে আনা মহিষগুলো গোপনে অন্যত্র বিক্রি করে দেন।

পরে নিরূপায় হয়ে মহিষের মালিক মোহাম্মদ নাছিম বাদী হয়ে মহেশখালী থানায় ২০২১ সালের ৯ মে একটি মামলা দায়ের করেন। যার মামলা জিআর মামলা নম্বর : ১২২/২০২১ (মহেশখালী)।বিভিন্ন চাপের মুখে নবী হোসেনকে এ মামলার এজাহারে নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

কিন্তু মামলার এজাহার থেকে নবী হোসেন তার নাম বাদ দিতে পারলেও পুলিশি তদন্তে মহিষ চুরির ঘটনায় নবী হোসেন সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়া, একই মামলার অপর আসামী আবুল হাসেম নবী হোসেনকে মহিষ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেন। ফলে নবী হোসেনের নাম চার্জশিটে ২ নম্বর আসামি হিসাবে অন্তর্ভুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আদালতে চার্জশীট দাখিল করে।

এই মামলায় নবী হোসেন হাইকোর্ট থেকে জামিন চেয়ে আবেদন করলে হাইকোর্ট তাকে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশনা দেন। সে অনুযায়ী নবী হোসেন বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর কক্সবাজারের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভা:) মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী’র আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলে প্রেরণের আদেশ দেন।

এছাড়া, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাট এলাকার দুদু মিয়ার ছেলে এবাদুল হকের ৬ লাখ টাকা মূল্যের আরো ৪টি মহিষ চুরি করে নিয়ে যায় নবী হোসেন। এ ঘটনায় চুরি যাওয়া মহিষের মালিক এবাদুল হক বাদী হয়ে মহেশখালী থানায় ২০২১ সালের ৫ জুন চকরিয়ার শাহারবিল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নবী হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করে।

প্রসঙ্গত, বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নবী হোসেন চৌধুরী প্রকাশ নব্ব্যা চোরা কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।