বিশেষ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা সদর হাসপাতালের র্যালীত্তর আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্ন বিনির্মাণে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বারোপ করেন।বিজয়ের ৫০ বছরে
মহান বিজয় দিবস উপলক্ষে “আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের “আয়োজন করে ২৫০শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজার। হাসপাতালের তত্ত্ববধায়ক ডা.মোমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিসিন কনসালটেন্ট ডা ইয়াসিন আরাফাত,আর এস ডা রিদুয়ান তারিন, এছাড়া বিভিন্ন বিভাগের কনসালটেন্টবৃন্দ মেডিকেল অফিসার ও চিকিৎসকরা,সেবা তত্ববধায়ক ( ভারপ্রাপ্ত)দৌলতুন্নেছা বেগম ও নার্সিং কর্মকর্তা তানশীর উদ্দীন বক্তব্য প্রদান করেন।এছাড়া মেডিকেল অফিসার ডা অমিত দাশ ও সিনিয়র স্টাফ নার্সগন দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন।বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান গুলো ভ্রমণের গুরুত্বারোপ করেন।এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে জাতিরপিতার স্বপ্ন গুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান । এছাড়া স্বাস্থ্যখাতে সরকারের গৃহীত প্রদক্ষেপগুলোর ভুয়সী প্রশংসা করে বিশেষ করে গেল পাঁচ বছরে ২৮ হাজারের বেশী নার্স নিয়োগে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কৃতজ্ঞতা স্বীকার করে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপাতালের সেবা তত্ত্ববধায়ক। সভাপতির বক্তব্যে তত্ববধায়ক ডা মোমিনুর রহমান বলেন, জাতির পিতার স্বপ্ন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে আমরা একসাথে কাজ করব। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাধারন মানুষের কাছে সেবা পৌঁছে দিতে কাজ করার সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান। বিজয় দিবস উপলক্ষে আজকে সরকারী নির্দেশনা অনুযায়ী বহিঃ বিভাগ,অন্তঃ বিভাগ,জরুরী বিভাগ ও ল্যাবরেটরীর সেবা বিনামুল্যে প্রদান করা হচ্ছে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে । আলোচনা সভা সঞ্চালনা করেন আরএমও ডা আশিকুর রহমান |
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।