রামু প্রতিনিধি:
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সাবেক ছাত্রলীগ নেতা মোতাহের হোসেন এর পিতা প্রবীন সমাজসেবক মোকতার আহমদ শুক্রবার, ১৬ ডিসেম্বর বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন। মোকতার আহমদ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মরহুম মাস্টার মকবুল বারীর ছেলে। মৃত্যুকালে মোকতার আহমদের বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গ্রণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক মোকতার আহমদকে দেখার জন্য মন্ডলপাড়াস্থ বাড়িতে যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল সহ রাজনৈতিক, পেশাজীবি নেতৃবৃন্দ সহ সর্বস্তুরের জনতা। পারিবারিক সূত্রে জানা গেছে- শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১০ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এমপি কমলের শোক
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সাবেক ছাত্রলীগ নেতা মোতাহের হোসেন এর পিতা প্রবীন সমাজসেবক মোকতার আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রামু প্রেস ক্লাবের শোক
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সাবেক ছাত্রলীগ নেতা মোতাহের হোসেন এর পিতা প্রবীন সমাজসেবক মোকতার আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ সহ সকল সদস্যবৃন্দ। প্রেস ক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।