ইমাম খাইর, সিবিএনঃ
দেশের প্রথম এবং সর্ববৃহৎ ব্যাচ ভিত্তিক প্ল্যাটফর্ম এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন।
এতে হাসান মাহমুদ চৌধুরী সভাপতি, মোহাম্মদ আলী সহ-সভাপতি, অহিদুল ইসলাম ভুট্টো সাধারণ সম্পাদক ও মুজিব উল্লাহ চৌধুরী যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডাঃ রনজন বড়ুয়া রাজনের সঞ্চালনায় সাধারণ সভায় বন্ধুরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি শওকত ওসমান ফারুক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার বিন নাছিরসহ সকল সদস্যগণ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
আগামী বাৎসরিক পিকনিক কমিটি যথারীতি ফয়েজ উদ্দিন ও রেজাউল কবির হিরু দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের উন্নতি, অগ্রগতির জন্য সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন নবনির্বাচিত সভাপতি হাসান মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।