নিজস্ব প্রতিবেদক
রামুর হিমছড়ি মাদরাসা তাহফীজুল কুরআনিল কারীম মাংলাপাড়ায় শবিনা খতম ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ শাহ কুতুবউদ্দিন হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠা পরিচালক ও লালদীঘি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।
দক্ষিণ মাংলা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজগর হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ রশিদ, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর, তালিমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামসুল আলম, প্রধান শিক্ষক হাফেজ জালাল উদ্দিন, মাদরাসা তাহফীজুল কুরআনিল কারীম মাংলাপাড়ার প্রধান শিক্ষক হাফেজ মিজানুর রহমান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।