হাছান মাহমুদ সুজন,কুতুবদিয়া:
কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া চ্যানেলে বিদ্যুতের সরঞ্জামবাহী M.T Rozaina-07 নামক একটি টাগবোট (সাহায্যকারি জলযান)-এ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত শনিবার (১৭-ডিসেম্বর) দিবাগত রাত ১.০০ টার দিকে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ অমজাখালী উপকূলের আধা কিলোমিটার পূর্বে কুতুবদিয়া চ্যানেলে ডাকাতির এ ঘটনা সংগঠিত হয়েছে বলে জানা গেছে।
এ সময় ডাকাতদল টাগবোটের লস্কর, ড্রাইভার ও বাবুর্চিসহ অন্যান্য কর্মচারীদের মারধর করে ডিজেল ভর্তি ড্রাম, ব্যাটারী, বিভিন্ন ধরণের ক্যাবলসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে লুটকৃত মালামালসহ ২ ডাকাতকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, মগনামা পশ্চিমকুল জালিয়া পাড়া এলাকার আবু তৈয়বের ছেলে রায়হান (২০) এবং একই এলাকার আবু জাফরের ছেলে জাহেদুল ইসলাম (২৩)।
রবিবার (১৮ ডিসেম্বর) থানা পুলিশ আটককৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত শনিবারে ডাকাতির এ ঘটনায় টাগবোটের মাস্টার মোঃ জিয়াবুল কবির বাদী হয়ে কুতুবদিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,সরকারের চলমান উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পে সাগরের তলদেশে সাব-মেরিন ক্যাবল স্থাপনের জন্য নিয়োজিত ইন্দোনেশিয়ান কোম্পানি PT. nautic maritime salvage, Jakarta এর লোকাল এজেন্ট মোঃ মহসিন সাব-মেরিন ক্যাবল স্থাপনের কাজে ব্যবহারের জন্য M.T Rozaina-07 নামে একটি টাগবোট ভাড়া করেন। সাগরের তলদেশে ক্যাবল স্থাপনের কাজ শুরু করার জন্য বার্জ D.B K.R Ship-01 ও M.T Rozaina-07 টাগবোট কুতুবদিয়া চ্যানেলে পাাশাপাশি অবস্থান করছিল।
এ অবস্থায় গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ১.০০টার দিকে পৃথক ট্রলার যোগে ২৫/৩০ জনের অস্ত্রসহ ১টি ডাকাত দল M.T Rozaina-07 টাগবোটে উঠে মাস্টার,লস্করসহ টাগবোটের ৮ কর্মচারীর মোবাইল ফোন কেড়ে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইঞ্জিনিয়ারের কক্ষে আটকে রাখে।
এ সময় ডাকাতেরা ডিজেলের ব্যারেল, ব্যাটারী, গ্যাস সিলিন্ডার, কন্ট্রোল ক্যাবল, ক্যাপ্টেন ব্রীজের ক্যাবলসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মূল্যবান যন্ত্রপাতি নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িত দু‘জনকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি মতে লুন্ঠিত সিংহভাগ মালামালও উদ্ধার করা হয়েছে।
তাছাড়া ডাকাতির এ ঘটনায় জড়িতদের আটক ও বাকি মালামাল উদ্ধারের বিষয়ে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।