কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে তাহসিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত তাহসিন ওই এলাকার মোঃ ছোটনের পুত্র।

জানা গেছে, শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। অনেকক্ষন তাকে খুঁজে না পেলে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে শুরু করে।
এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে।

পরে, দ্রুত কুতুবদিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাহসিনকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ যে,চলতি জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় এক থেকে পাঁচ বছরের শিশুই বেশি মারা যায়। এসব সন্তানের মা যখন সাংসারিক কাজে ব্যস্ত এবং অনিরাপদ পুকুর একমাত্র অসতর্কতার কারণেই এভাবে অসংখ্য শিশুর মৃত্যু ঘটনা ঘটছে বলে দাবী স্থানীয়দের।