প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার অন্যতম সদস্য মরহুম মাওলানা কাজী মুহাম্মদ সাইফুদ্দিনের নামাযে জানাযা সম্পন্ন হয়েছ। ২৫ ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টায় রামু চাকমারকুল মাদ্রাসা মাঠে নামাযে জানাযা শেষে মরহুমকে দাফন করা হয়। এ নামাযে জানাযায় বিশিষ্ট আলেম-ওলামা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ উল্লেখযোগ্য সংখ্যক তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে শরীক হন। এতে ইমামতি করেন, ধাউনখালী মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মুসলিম।
উল্লেখ্য, মাওলানা কাজী মুহাম্মদ সাইফুদ্দিন শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টায় হৃদরোগে ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি টেকনাফে একটি প্রোগ্রাম শেষ করে এশার নামায আদায়ের জন্য মসজিদে অবস্থানকালে হঠাৎ অজ্ঞান হয়ে ঢলে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মা, তিন ছেলে ও সহধর্মিণীসহ বহু গুণগ্রাহী রেখে যান। সদালাপী, সজ্জন এ আলেমেদ্বীনের আকস্মিক ইন্তেকালে রামুতে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক….
এদিকে মাওলানা কাজী মুহাম্মদ সাইফুদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ইব্রাহিম আজিজী, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, নায়েবে আমীর মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ মোহাম্মদ সালেম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, চাকমারকুল ইউনিয়ন শাখার আমীর মাওলানা হাফেজ একরামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নুরুল আমিন, যুগ্ম-সম্পাদক মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা কাজী সাইফুদ্দিন একজন সমাজসচেতন, দ্বীনি কর্তব্যপরায়ণ আলেমেদ্বীন ছিলেন। তাঁর ইন্তেকালে আমরা একজন একনিষ্ঠ শুভানুধ্যায়ীকে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।