এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
বিয়ে করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম,২৫ডিসেম্বর (রবিবার) চকরিয়ার একটি কমিউনিটি সেন্টারে ঝাঁক ঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ,কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম,হোছাইন মোহাম্মদ এরশাদের একমাত্র পুত্র এরিক এরশাদ,কো চেয়ারম্যান দয়াল বডুয়া , যুগ্ন মহাসচিব মেজর সিকদার আনিস,যুগ্ন মহাসচিব পির জাদা, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম নিরব, চট্টগ্রাম মাহানগর আহ্বায়ক মুর্শেদ, কাজী নাচির বান্দরবান জেলা সভাপতি কাজী ফারুক কক্সবাজার জেলা আহবায়ক মাষ্টার শফিক কক্সবাজার সদস্য সচিব কক্সবাজার জেলা ওসমান গনি পৌর সভাপতি শোয়াইব মোঃ রুবেল সদস্য সচিব পৌরসভা, মাতামুহুরী সদস্য সচিব বেলাল উদ্দিন,কক্সবাজার জেলা সদস্য ইসহাক, সহ কেন্দ্রীয় ও স্থানীয় জাতীয় পার্টির নেতা-কর্মী সহ বিভিন্ন বলের নেতা ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন ।
বিয়ে উপলক্ষে শনিবার থেকে কক্সবাজার শহরে অবস্থান করছিলেন বিদিশা এরশাদ ও এরিক এরশাদ সহ ডজনখানেক কেন্দ্রীয় নেতারা । রবিবার সকাল ১১টায় ৩শতাধিক মোটরসাইকেল নিয়ে তাদেরকে বরণ করে বিয়ের স্থানে নিয়ে আসা হয়। এসময় গানে গানে বিয়ের অনুষ্ঠান মাতিয়ে তুলেন সাবেক প্রেসিডেন্ট হোছাইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ । শামসুল আলম বলেন,সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৩হাজারের বেশি মানুষ বিয়েতে খাবার গ্রহণ করছেন ,এতে এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতা , এবং সাংবাদিক সহ বিভিন্ন স্তরের জনগণ বিয়েতে উপস্থিত ছিলেন, এবং তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কনে চকরিয়া উপজেলার হারবাং করম মুহুরী পাড়ার হাবিবুর রহমানের কন্যা।