সিবিএন রিপোর্ট:
কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেলো ‘উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিমিটেড।’

শনিবার (৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর মাঠে অনুষ্ঠিত ৫০ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা প্রদান করা হয়।

শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট গ্রহণ করেন সমিতির সাধারণ সম্পাদক শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল।

স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. জহির আব্বাস।

কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ও পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় উৎপাদনকারী শ্রীমতি সাধনা দাশ গুপ্তা, আবাসিক হোটেল মালিক আলহাজ্ব আবুল কাসেম সিকদার, ব্যবসায়ী সেলিম নেওয়াজ, কেন্দ্রীয় মহিলা সমিতির ফাতেমা আংকিজ ডেইজিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।