সিবিএন ডেস্ক: ডিজেল ও করোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘটে কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রামে পৌঁছে দিচ্ছে কক্সবাজার জেলা পুলিশ।
শনিবার বিকেলে কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি মো. রফিকুল ইসলাম বলেন, কক্সবাজারে বেড়াতে এসে আটকা পড়েছেন অনেক পর্যটক।পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় অনেকে অতিরিক্ত ভাড়ায় বিমানে গন্তব্যে পৌঁছেছেন। তবে সামর্থ্য না থাকায় প্রায় ২০ হাজার পর্যটক সমুদ্র সৈকত কক্সবাজারেই থেকে যান। তাদের সুবিধার্থে জেলা পুলিশের নিজস্ব পরিবহনে বিনা খরচে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে।
কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, আগে থেকেই হোটেল বুকিং দিয়েছেন প্রায় ৩০ হাজার পর্যটক। শুক্রবার বিকেলে তাদের পৌঁছার কথা ছিল। কিন্তু ধর্মঘটের কারণে তারা আসতে পারেননি।