সংবাদ বিজ্ঞপ্তিঃ
ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিম মাষ্টার, কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাসুদা মুর্শেদা আইবি, কক্সবাজার কেন্দ্রীয় সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরনাহার বেগম, ঈদগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, পাহাশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা পারবিন, বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শিক্ষিকা মিনুন্নাহার বেগম, সাহেলা আক্তার ঈদগাঁও ছাত্রলীগের সাবেক সভাপতি আবুহেনা বিশাদ দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গণি বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রী বৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালেয়র শিক্ষক আহমেদ কবির।
অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে রোকসানা আক্তার মুন্নী ও দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা ফরিয়া আসফি মানপত্র পাঠ করেন।