মোঃ কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁও:
বন্ধুত্বের মিলন মেলা ৮৫ এর ১ম বর্ষপূতি উপলক্ষে ০৬ জানুয়া‌রি চট্টগ্রা‌মের পাচঁ তারকা হো‌টেল রে‌ডিসন ব্লু তে গান, কেক কাটা, পরিচিতি এবং দোয়ার আয়োজন করা হয়। এস এস সি ১৯৮৫ এ পাশকৃতদের নিয়ে গড়ে উঠেছে বন্ধুত্বের মিলন মেলা ৮৫ গ্রুপ।

দেশে, বিদেশে বিভিন্ন পেশাজীবির প্রায় ৫,০০০ (পাচঁ হাজার ) জনের সদস্য রয়েছে এই গ্রুপে। পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেশে বিদেশে আবস্থানরত বন্ধুদের মিলন মেলায় পরিনত হয়েছে। গ্রুপের সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা, সকল বন্ধু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

মে‌রিন ইঞ্জ‌ি‌নিয়ান ক‌্যপ্ট‌ে‌ন আলমগীর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আহ্বায়ক মাঈনুর রহমান অ‌ফিসার ইনচার্জ চান্দগাঁও থানা, সদস‌্য স‌চিব হা‌সিবুল আলম মাসুদ ও আহ্বায়ক কমি‌টির সদস‌্য শামীমা ফের‌দৌস মি‌লি, এস এম আবু সু‌ফিয়ান, মাহমুদুল হক লাবন, ক‌্যাপ্ট‌ে‌ন আলমগীর ক‌বির, সালাহ্উদ্দিন মামুন, নো‌য়েল কা‌দের, কামরুন নাহার পারভীন, নি‌টোল শিকদার, মাহাবুব সো‌হেল, ইয়া‌সিন সে‌লিম, ফরহাদ আব্বাস, আবু সোলায়মান রানা, মোঃ আসিফুল হক চৌধুরী, মোঃ নাজমুল হুদা, রেঞ্জ অ‌ফিসার সাইফুল ইসলাম সহ চট্টগ্রাম থে‌কে ৩৩১ জন, চৌদ্দগ্রাম থে‌কে ১০ জন, কু‌মিল্লা থে‌কে ২৮ জন, পি‌রোজপুর পটুয়াখালী থে‌কে ২০ জন, ঢাকা থে‌কে ১৩ জন, রাঙ্গামা‌টি থেকে ৪ জন, নারায়গঞ্জ থে‌কে ৫ জন মোট ২৭ টা জেলার ১৭৫ টা স্কু‌লের ম‌ধ্যে প্রায় ৪৪০ জন উপ‌স্থিত ছি‌লেন।