মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, নবীন আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা আর নেই। শনিবার ৭ জানুয়ারি রাতে তিনি চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ২০১৮ সালে কক্সবাজার আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি চকরিয়া উপজেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক ছিলেন।
চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনার বাসিন্দা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা’র পিতা চকরিয়া আইনজীবী সমিতির ভবন নির্মাণের জন্য জমি দিয়েছেন। নম্র, ভদ্র, অমায়িক, সজ্জন অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা’র মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার ৭ জানুয়ারি আসরের নামাজের পর চকরিয়া কাহারিয়া ঘোনা পুরাতন জামে মসজিদ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।