মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শামসুল আলম আর নেই। রোববার ৮ জানুয়ারি রাত ১০ টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

অ্যাডভোকেট শামসুল আলম কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ার ছরা উকিল পাড়াস্থ নিজ বাসভবনে রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে রাত ৯ টার দিকে খতিব আল ফুয়াদ হাসপাতালে এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাত ১০ টা ৫০ মিনিটের দিকে অ্যাডভোকেট শামসুল আলম ইন্তেকাল করেন।

অ্যাডভোকেট শামসুল আলম টেকনাফের সাবরাং ইউনিয়নের পেন্ডাল পাড়ার মরহুম হাকিম আলীর দ্বিতীয় পুত্র। তিনি টেকনাফের আলী আহমদ চেয়ারম্যান এর জামাতা। তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।

সোমবার ৯ জানুয়ারি সকাল ১০ টায় কক্সবাজার আইনজীবী সমিতি প্রাঙ্গণে মরহুম অ্যাডভোকেট শামসুল আলম এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু জানিয়েছেন।