সংবাদ বিজ্ঞপ্তি
হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশ আয়োজিত বেল্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি ও পরিচালক ইমাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হারুন রশিদ, ইউনাইটেড কারাতে ক্লাবের সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু, জয় কারাতে একাডেমির সাধারণ সম্পাদক জয় দেব, হাইকারী কারাতে ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন।
উপস্থিত ছিলেন- হাইকারী কারাতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শফিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব দাস, নয়ন দে রতন, ইঞ্জিনিয়ার আলী আহাম্মদ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক মোঃ ইদ্রিস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইস এফ রানা, ছাত্র নেতা মোস্তফা কামাল রিফাত।
সবাইকে মূল্যবান সময় দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ এবং ছাত্র-ছত্রীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক সানাউল্লাহ।