মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি তিন দিনের সফরে আজ শুক্রবার ১৩ জানুয়ারি কক্সবাজার আসছেন।

মন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার বিকেল ৫ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। পরদিন শনিবার তিনি দুপুর সাড়ে ১২ টায় টেকনাফের শাহপরীরদ্বীপ পরিদর্শন করবেন। রোববার ১৫ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যোগ দেবেন।

একইদিন সন্ধ্যা ৬ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিন দিনের কক্সবাজার সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মু: আসাদুজ্জামান (উপসচিব) প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।