আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শুক্রবার ( ১৩ জানুয়ারী) ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে অত্র টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাধীন উত্তর নাইট্যংপাড়া সাকিনস্থ (বাস টার্মিনালের পাশে) ১নং ওয়ার্ড ধৃত ১নং আসামী দিলারা বেগমের বসত ঘরের ভিতরের সামনের কক্ষ থেকে
আটককৃত আসামী টেকনাফ পৌরসভার
১নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া (বাস টার্মিনালের পাশে) নুর ইসলামের মেয়ে ও
জালাল হোসেনের স্ত্রী দিলারা বেগম (২৮),
এবং মিয়ানমার আকিয়াব জেলার মংডু থানার প্যারান পুরা এলাকার আব্দুর রজকের ছেলে নুর করিম (২০) এদের দখল থেকে মোট ৩২বোতল হুইস্কি মদ, ২১৬ ক্যান বিয়ারসহ আটক করে।

তিনি আরো জানান,বিদেশী মদ (হুইস্কি) ও বিয়ার উদ্ধারের ঘটনায় আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।