ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজারে ৬০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মো. আলী আহমদ নামের আসামির যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম সাজা দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে এসটি মামলা নং-১৩৯৮/২০২১ শুনানি শেষে রায় দেন বিচারক মোহাম্মদ ইসমাইল।
দণ্ডিত আসামি মো. আলী আহমদ টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলের আবুল মোহাম্মদ হোছনের ছেলে।
রায় ঘোষণাকালে তিনি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট দীলিপ কুমার ধর।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট নুরুল মোস্তফা (মানিক) ও এডভোকেট মনিরুল ইসলাম।
কোর্ট নাজির মো. বেদারুল আলম সিবিএনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের নথির আলোকে তার দেয়া তথ্য মতে, ২০২১ সালের ১২ মার্চ নাফ নদী থেকে দৌড়াইয়া উনছিপ্রাং খালের মুখ থেকে ৬০ হাজার ইয়াবাসহ মো. আলী আহমদকে আটক করে বিজিবি।
এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. হাফিজুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারার সরণির ১০ (গ) ক্রমিক মতে মামলা রুজু করেন। যার নং-৪৪। যার জিআর মামলা নং-১৯৩/২০২১। একই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. মহিউদ্দিন নাছরুল্লাহ।
দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মো. আলী আহমদ বিরুদ্ধে রায় দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।