মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সাবেক কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা মোনাফ সিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় কক্সবাজার পৌরসভার মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জামিন লাভ করেছেন।
রোববার ৭ নভেম্বর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানা এর আদালতে মেয়র মুজিবুর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাঁকে জামিন প্রদান করেন। মোনাফ সিকদার এর বড় ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।
জামিন আবেদনের পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, এডভোকেট তাপস রক্ষিত প্রমুখ আদালতে শুনানিতে অংশ নেন।