হাছান মাহমুদ সুজন,কুতুবদিয়া:
দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় একটি ফিশিং বোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল (২৪-জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার উত্তর ধূরুং নজু বাপের পাড়া এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন এফ.বি মায়ের দোয়া নামক ফিশিং বোটে অগ্নিকাণ্ডের দূর্ঘটনাটি ঘটে।
এ অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানী বা হতাহতের ঘটনা না ঘটলেও ফিশিং বোটের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
জানা গেছে।
ফিশিং বোটের মালিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৪৫ অশ্বশক্তি সম্পন্ন ইঞ্জিনের একটি ফিশিং বোট মেরামতের জন্য সোমবার রাতে বাঁশখালীর শেঁখেরখীল জলকদর নামক খালে স্থানীয় রেজাউল করিমের ডকে তোলেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে হঠাৎ ওই ফিশিং বোটে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহুর্তেই পুরো বোটে আগুন ছড়িয়ে পড়লে ডকে থাকা অন্যান্য বোট অগ্নিদগ্ধ বোটটি রক্ষার জন্য খালের পানিতে টেনে নামিয়ে ফেলে। তবে প্রায় দু'ঘন্টা ভাসমান অবস্থায় বোট জ্বলতে থাকলেও আগুন নেভানো সম্ভব হয়নি।