প্রেস বিজ্ঞপ্তি:
গণতন্ত্র পুনর্রোদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে, সরকারের পদত্যাগ, তত্ত¡াবধায়ক সরকারে অধীনে নির্বাচন, দেশনেত্রী খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (২৫ জানুয়ারি) জেলা বিএনপি কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক এম. মোকতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল।
তিনি বলেন, দুর্নীতি, বাকস্বাধীনতা হরণ, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, খালেদা জিয়াসহ দেশের শীর্ষ রাজনীতিকদের উপর জুলুম-নিপীড়ন করে এই সরকার জনগণের কাতার থেকে অনেক দূরে চলে গেছে। দেশের জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই ক্ষমতা ছেড়ে দিয়ে অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারে অধীনে নির্বাচন দিতে হবে।
দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি আরো বলেন, বিএনপির ১০ দফা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। এই ১০দফা বাস্তবায়ন করা অতি দরকার। তা না হলে দেশ ধ্বংসের শেষ সীমায় পতিত হবে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক এড. হাসান ছিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক এড. মোঃ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন আফসেল, পৌর যুগ্ম-আহŸায়ক মাস্টার জসিম উদ্দীন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, পৌর শ্রমিকদলের আহŸায়ক আবছার কামাল, ছাত্রদল নেতা শাহেদুল ওয়াহিদ, তারেক আজিজ, আবু বকর, আবদুল্লাহ আল নোমান সাগর, সালমান বাপ্পী, রুবেল মিয়া প্রমুখ।
সমাবেশে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন যুবনেতা একরামুল হক। এর আগে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে এসে যোগ দেন।