সিবিএন: কক্সবাজারের রামু উপজেলা থেকে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাকে খোঁজে না পেয়ে পিতা মাতা চরম উৎকণ্ঠায় রয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ ছেলেটির নাম মোহাম্মদ ইয়াছিন। বাবার নাম জিয়া উদ্দিন বাবু। বাড়ি রামু জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ী। পূর্ব নোনাছড়ী ৬ নং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মফিজুর রহমান এর নাতি হয়। সে চাকমারকুল বড় মাদ্রাসায় দাওরায় পড়া-লেখা করে এবং একজন কোরআনে হাফেজ। অত্যন্ত ভদ্র ও অমায়িক।

পারিবারিক সূত্রে জানাগেছে, ইয়াছিন গতকাল (২৫/০১/২০২৩ইং ) সকাল ১০ টায়  মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় । এর পর থেকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না ।

কোন স্ব-হৃদয় ব‍‍্যক্তি যদি তাকে দেখে বা পেয়ে থাকেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ রইল।

মোবাইল নাম্বার- 01313635353